Return Policy
Welcome to trustyharbor.com
আমরা আমাদের সকল গ্রাহককে সেরা সার্ভিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তবে, কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে 
ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে রিসিভ করতে হবে।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
যদি প্রোডাক্ট বিজ্ঞাপনের সাথে মিলে যায়, কিন্তু গ্রাহকের পছন্দ না হয় —
সেক্ষেত্রে রিটার্ন করা যাবে, তবে ডেলিভারি চার্জ গ্রাহককেই দিতে হবে।
পণ্য হাতে পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে যেকোনো অভিযোগ জানাতে হবে।
পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
পণ্যের সমস্যা থাকলে —
অভিযোগ পাওয়ার ৭২-৯৬ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে।
যদি ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক না করে রিসিভ করা হয়,
তাহলে পরবর্তীতে রিটার্ন/এক্সচেঞ্জের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে।
যদি রাইডারের সামনে পণ্যে সমস্যা পাওয়া যায়,
তাহলে এক্সচেঞ্জ পাঠানোর সময় কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
দ্বিতীয়বার প্রোডাক্ট এক্সচেঞ্জের সময়ও রাইডারের সামনে চেক করতে হবে।
অন্যথায় কোম্পানি কোনো দায়ভার নেবে না।
যদি কোনো গ্রাহক ইচ্ছাকৃতভাবে অন্য জায়গা থেকে আনা বা নষ্ট পণ্য রিটার্ন করে,
তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Trusty Harbor – আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব!
আমরা প্রতিটি পণ্য ভালোবাসা ও যত্নের সাথে পাঠাই ![]()
কিন্তু
আপনি আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট টি অর্ডার করার পর — ডেলিভারির দেওয়ার সময় রিসিভ, না করলে-
“আখিরাতে এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং আমাদের কাছে দায়বদ্ধ থাকবেন”